বসন্ত এসেছিল চলেও গিয়েছে ধীরে
বেহিসেবী সময়গুলো শীতের পাতার মত ঝরে,
নিবিড় স্পর্শে যে সজীবতা ছিল
সবটুকু নিয়েছ কেড়ে।
নীল দিগন্তের স্বপ্ন জেগে রবে চিরদিন
নিয়তির অমোঘ নিয়ম হয়ে যাবে লীন,
যেখানে সুখের অসুখ খুব অন্তর্লীন
মেপেছি জীবন বিষের পেয়ালায়
হয়ে গেছে মলিন।