অতটা প্রয়োজন নেই প্রিয়জন হবার
যতটা হয়েছ ততটুকু থাক।
অতটা হলে ভয় হয়
সমুদ্রের ঢেউয়ের মত খুব বেশি হলে
ধরে রাখা দায়।
অতটা ফুলের প্রয়োজন নেই
জীবন আমাকে বিষাদ শেখায়,
সুরভী সেখানে বেমানান।
মনের আকাল আজকাল খুব বেশি
অতটা প্রয়োজন নেই কাছে থাকার,
কথা ছিল অনাগত শিশু হবে সম্পদ
কোথায় প্রতিশ্রুতি?
অতটা প্রয়োজন নেই প্রিয়জন হবার।
কিছুই প্রয়োজন নেই
প্রয়োজন শুধু কিছুটা দ্রোহ ও মোহ।
ভালোবাসা কেবল শব্দে বাঁধা রবে না
শাশ্বত প্রেম মৃতদের চোখেও
দেখা যাবে,
বিদ্রোহী হবে ঘরহীন, ঘুমহীন
রক্তে আগুন লাগা যাযাবরের মন।
অতটা প্রয়োজন নেই ভালোবাসার
হৃদয়ে অমীমাংসিত হাহাকার।