যদি থেমে যাই মাঝ পথে
সাতরঙা পাহাড়ের পাদদেশে
হেলে পড়া সূর্যের নির্জন গোধুলিতে,
যদি থেমে যাই-
যদি হৃদয়ে খুঁজে পাই না বলা কথা
অবিরাম ঝরে পড়া বোবা ঝর্ণার মত
অবোধ জোৎস্নার যত ব্যথা,
যদি খুঁজে পাই-
যদি জোনাকিরা পথ হারায়
ক্ষীণ আলোর নক্ষত্ররা আকাশে ঘুমিয়ে পড়ে
দুরে আহত পাখি ডানা ঝাপটায়,
যদি পথ হারাই-
বলতে এলাম আজ-
ঝরা ফুল বাসি হয় শুকায় ধীরে,
ভালোবাসা মলিন হয় অবহেলার তরে।
প্রজাপতি পাখা মেলে উড়ে সকাল দুপুর,
ফুল ফুটুক না ফুটুক তবুও ফুল সুন্দর।
২৯/০৬/২০২০