যে নগরে আমি পথ হারিয়েছি
হারিয়েছিলাম ঠিকানা; আমি এখন
সেই নগরের কবি।
সে নগরের পথের ধুলোবালি- স্ট্রীট লাইট
আমার ভালো বন্ধু।
যে- নগরের চার দেয়ালে আবদ্ধ থেকে
আমি- বই থেকে বইয়ে, শব্দ থেকে শব্দে    
ছুটেছি অবিরাম- অবিরত, অকারনে
সে নগর এখন আমাকে মৃত বলে জানে।

আমার দু'টি চোখ আসলেই মৃত
কুয়াসায় ঢাকা রাজপথ,
শিশির ভেজা পাখির পালক; গতিহীন-ছন্দহীন  
থেমে যায়, চলার শক্তি হারিয়ে ফেলে,
আমার দু'টি চোখ ঠিক তেমন।
এই জনমানবের ভীড় ভেদ করে দৃষ্টি এগুয়না বেশি পথ; তবুও চোখের আহত চাহনি-
হেটে বেড়ায় গলি থেকে গলিতে
শব্দ থেকে শব্দে,
অচেনা আকাশের তারা ভরা রাতে।

২০/০৫/১০