এই মাঘ শীত কুয়াশায় যদি বেঁচে থাকি সন্ধ্যেবেলা-
আদ্র-রজনীর নিশাচর প্রাণ হয়ে
ভুলে যাবো সব অবহেলা।
তবুও জীবন আধেক চাঁদের জন্য বিভোর হবে
হয়ত অতি অল্প কিছুর জন্য দুঃখ ছুঁবে।