এখানে পৌষের রাত আর হিম হয়ে আসা সন্ধ্যা
সহস্র বছর ধরে প্রতীক্ষারত প্রেমিকের চোখ,
ধুলোমাখা ডায়েরির পাতা
খয়েরী চাদরে আবৃত প্রেম।
কেউ বলেনি, কেউ ডাকেনি
চলে যাবার সময় ফিরেও তাকায়নি ;
আমার চলে যাবারই কথা।
এখানে নিঃশব্দে ভোর আসে-ভেজা রোদ্দুর,
নিবিড় আদিমতা আর পাংগু চাঁদ।
আমাকে ফেরাতে পারেনি কেউ কিংবা চায়নি থেকে যাই -না থাকা জুড়ে স্বপ্নের ভেতর।
যদি ফিরে আসি কোনোদিন এই তেপান্তরের দিকবিদিকশুন্য তোমাদের কাছে
সেদিন প্রেম কুড়িয়ে নেবো অবহেলার পেয়ালায়,
ভালোবাসার ধূসর জগত এমনি হয় বলে যাবো অবলীলায়।