তোমার শহরে একদিন বৃষ্টি হবে
আমি ভিজবো ইচ্ছে মতো।
সেদিন তোমার বিরহী মনে আমি ভালোবাসার রঙ তুলিতে জলছবি এঁকে ধূসর গোধূলির উপাখ্যান হবো।
তোমার শহরে অবরোধ ভেঙে বুক পেতে দাঁড়াবো রাস্তায় বুলেটের আলিঙ্গন সয়ে যাবো নীরবে।
এক হাতে গোলাপের তোড়া অন্য হাতে লোহিত প্রেম,
নীল দিগন্তের বলাকা হয়ে দিকবিদিকশুন্য তোমার শহর মাতাবো নিষিদ্ধ ভালোবাসায়।।
তোমার শহরে একদিন বৃষ্টি হবে
দগ্ধ হৃদয়ের দাগ মুছে দিবে সেই জলধারা।
আমি প্রেমিক নই, আমি অপ্রেমিক নই
আমি, আমি কী তবে?
আমি বৃষ্টির জলে নিজেকে লুকাতে চাওয়া এক আহত হৃদয়।