কেউ ছিল না
কেউ এলো না
কেউ নেই
কেউ আসবে না
নেই কেউ নেই।

সবই মোহ
মোহ কেটে গেলে
আঁধার এবং আলো একই।