আমি কি আর মাতাল হাওয়া
উড়িয়ে নেওয়া বেণীর চুল,
রোজ সকালে মিথ্যে হাসির
হরেক রকম করি ভুল।
আমি হলাম ভুলের কবি
শব্দ দিয়ে আঁকি ছবি,
রোজ করে তাই নিয়ম ভেঙে
বোল হারিয়ে কী ছাই ভাবি।
বলল মোরে বনের পাখি
দীঘল রাতে খোলো আঁখি,
আধখানা চাঁদ আকাশ পরে
জ্যোৎস্না-ও দেয় ফাঁকি।
আমি কি আর শ্রাবণ ধারা
সারা বেলার বৃষ্টি জল,
ইচ্ছে হলেই সিক্ত করি
কিংবা অনেক কথার ছল?
আমি না হয় পথের ধারে
সাদা ঘাসের দুঃখ হবো,
নির্ভুলে সব ভুল করে যাই
এই যাতনা কারে কবো?
আচ্ছা ধরো হয়েই গেলেম
গাঁয়ের ছোট মেঠোপথ,
হয়তো কারো পায়ের ধুলো
সারাবে মোর বুকের ক্ষত।
হঠাৎ তারার সঙ্গী হবো
এই বাসনা রাখছি পুষে,
ভোর বিহীন এক রাত্রি আসুক
দিন কাটে তাই হিসেব কষে।