চলো পথ হাঁটি এক সাথে দূর বহুদূরে
যেখানে মিশিয়াছে আকাশ
দিগন্তের বুকে মাথা রেখে,
স্বপ্ন অগোচরে-
চলো পথ হাঁটি এক সাথে দূর বহুদূরে।
চলো জ্যোৎস্না মাখি দু'টি মনে
শরতের তারা ভরা রাতে,
নদীর রুপোলী জলে উঁকি দেয়া প্রেম
জেগে উঠুক বারে বারে -
চলো পথ হাঁটি এক সাথে দূর বহুদূরে।
চলো বৃষ্টি ছুঁই হিমেল হাওয়ার স্পর্শে মেতে উঠি
এই প্রেম সজীবতায়,
কদমের ডালে স্নানে নিমগ্ন ফুল
অভিবাদন জানাক নির্মল ভালোবাসা
কথা বলুক অস্ফুট স্বরে -
চলো পথ হাঁটি এক সাথে দূর বহুদূরে।
চলো আদিম যুগে ফিরি
মনের বসতি গড়ি তুমি আমি,
কেউ না থাকুক সেখানে
বরফে ঢাকা পাতার ভাঁজে ভাঁজে লুকিয়ে রেখে দিবো
এই প্রেম থরে থরে -
চলো পথ হাঁটি এক সাথে দূর বহুদূরে।
চলো রংধনু মেখে স্বপ্ন বুনি অনন্ত ভালোবাসায়
সময় থেমে যাক বেলা অবেলায়,
পৃথিবীর বুকে তোমার আমার এই প্রেম
বেঁচে থাক মোহ মায়ায় কাল কালান্তরে -
চলো পথ হাঁটি এক সাথে দূর বহুদূরে।