আমাদের বোঝাপড়া শেষ হয়েছে
নীলপদ্ম গুলো এখন তোমার হাতে শোভা পাচ্ছে।
নীল শাড়ি - নীল চুড়ি
আকাশী রঙের লিপস্টিকে
তোমাকে অনেকটা শরতের পড়ন্ত বিকেলের
আকাশের মতো লাগছে।

আচ্ছা তুমি কি আকাশ হতে চাও আমার মতো?
আমি নীল ভালোবেসে নীলকন্ঠ পাখির বেদনাকে
আমার করে নিয়েছি ;
আমি নীল ভালোবেসে নীল আকাশে
কালো মেঘ হয়েছি।
আমার মেঘ হবার কথা ছিল না
কথা ছিল তোমার হবো।
তুমি মেঘ হলে আমি তোমাকে পাবো
এসো মেঘ হয়ে যাই।
হবে কি?

২০-০২-২৫