ইচ্ছে ছিল মেঘের মতো ভেসে
দিগন্তকে ছুঁবো,
অনেক রাতের জ্যোৎস্না হয়ে একা
পথের মাঝেই পথ হারাবো।
না-ই বা দিলে মনের দখল
কী-ই বা তাতে বলো,
আধেক স্বপন আধেক জাগা রাতে
একটু না হয় হলো এলোমেলো।
বিজন রাতে ডাহুক ডাকার ক্ষণে
আবার যদি পড়ে মনে,
বুঝবে সেদিন মন দরিয়ার মাঝে
শোক বহিছে তোমার বিহনে।