তুমি হলে মেঘ
    সুখ রংধনু,
         পুবাল হাওয়া।

তোমার আমার
      জীবন তরী,
           শুধু ভেসে যাওয়া।

তুমি হলে রোদ
      হিমেল ভোরে,
             স্বপ্ন মায়া।

বেঁধেছি জীবন
     তোমার সাথে,
           সুখ আবছায়া।