আমারো আছে ঢের শূন্যতা
এই জীবনে,
হাহাকার করা স্মৃতি হৃদয়ের গহীনে।

ফুরিয়ে গেছে প্রাণের তৃষ্ণা বেলা কালবেলায়,
সময়ের কাব্য লিখেছি ফাগুনের ঝরা পাতায়।

চর জাগা নদী একা একা দু'তীর,
দিন দিন হয় লীন, অপেক্ষার প্রাচীর।

তবুও আকাশে জেগে থাকে তারা,
কাশবনে সুখ, সব ছন্নছাড়া।

এক জীবনে পাওয়া না পাওয়া,
সব কোলাহল হঠাৎ থেমে যাওয়া।