এইসব রাত আর ভোরের অপেক্ষা
ভোরের আলো -
কোলাহল থেমে যাওয়া স্টেশনের প্লাটফর্ম
কে যেন বলে উঠে একদম নেই ভালো।
তারপর - সন্ধ্যা আসে কদমের বনে
আহত ডাহুক ডাকে একা নির্জনে।

ভেবেছি জলের গায়ে গা এলিয়ে
কিছুটা শীতল হবো
ভোরের হিমেল হাওয়া হয়ে।
এইসব রাত আর ভোরের অপেক্ষা
ভোরের আলো-
কুয়াশায় ঢাকা পথে না হাঁটাই ভালো।
তোমাদের শহরে জীবন ঘষে আলো জ্বলে
ক্ষমা করো এসেছিলাম আমি পথ ভুলে।