সময় ক্ষয়ে ক্ষয়ে ধীরে চলে যায়
জীবনের লেনদেন ক্রমে  ফুরায়।

জেনেছি মানুষ হয়না মানুষ, যদি;
মানুষের না থাকে বোধ
আজ মানুষ হয়েও পরিচয়হীন তুমি
কী দিয়ে দেই প্রবোধ?

০৩/০৮/২০২০