এখনো কি তাকাও তুমি নীল আকাশে
গোধুলীর রঙ শরীরে মেখে
উড়ে যাওয়া পাখিদের ভীড়ে?
এখনো কি তাকাও সরোবরে,
নীল পদ্মের নীড়ে?
আলতা রঙে এখনো কি তুমি
আলপনা আঁকো?
দু-চোখের শূন্যতায় এখনো কি
বৃষ্টিকে ডাকো?
এখনো কি ঘাসের ডগা থেকে শিশির নিয়ে
মুখ ভেজাও?
নাকি ছন্দ হারা হৃদয়ে
ছন্দ ছড়াও?
এখনো কি নিষ্প্রভ জ্যোৎস্না দেখ?
নাকি অশ্রু ভেজা স্মৃতির পাতায়
নীরবে-নিভৃতে-একাকী
বেদনার কাব্য লেখ?