ভুলে গেছি প্রেম
সব চাওয়া পাওয়া,
ভুলে গেছি মন
পুবাল হাওয়া।

ভুলে গেছি স্মৃতি
নতুন পুরাতন,
ভুলে গেছি স্বপ্ন
যত আলাপন।

০৭-০৮-২০