অনেক বৃষ্টির পর জ্যোৎস্না পাবো
শিরিষের ডালে ঝুলে থাকবে সবুজ জোনাকিরা;
অতঃপর কারা যেনো আশায় বাঁধে বুক
বসন্তের বানে- ভেসে যায় নীল চিরকুট।
সেদিন ফাগুনের পাতা ঝরা ক্ষণে
তুমিও এসেছিলে কিছুটা আনমনে।
ব্যস্ত তবুও নগরের রেস্তোরাঁ
পথের পথিক; নিয়ন আলো।
হয়ত ওরাও ভালোবাসে আমার মতো
জীবন্মৃত সুখ যাচে কালের প্রাচীরে,
সেদিন ফিরে গেছে চৈতী বিকেল-
হয়ত জেগে আছে কারো ভারী চোখ
অতঃপর কারা যেনো আশায় বাঁধে বুক।