একদিন নদী হয়ে বয়ে যাবো
নীল নদে মিশে পিরামিড ছুঁবো,
বাসন্তী সাজে ম্যাপল পাতার দেশে খুঁজে নিবো
শুভ্র বরফের স্তুপ।
ভালোবাসবো-
নায়াগ্রার জলপ্রপাতের মতো ছুঁটবো।

একদিন নদী হয়ে বয়ে যাবো
ধূসর গোধূলির দেশে হাঁটবো,
প্রেমের গোলাপ নিয়ে পথে দাঁড়াবো
অনশন-অবরোধ-মিছিলের এজেন্ডা হবো।
ভালোবাসবো-
হিমালয়ের চূড়ায় ক্লান্তিতে চোখ বুঁজে রবো।

একদিন নদী হয়ে বয়ে যাবো
জর্ডান সাগরের বুকে ভাসবো,
অভিযোগের সকল আয়োজন সাজাবো
বিরহ-বিরাগ-বিয়োজনের কাব্য লিখবো।
ভালোবাসবো-
বসন্তের প্রথম প্রহর কিংবা কোনো এক সন্ধ্যায়
নিজেকে হারাবো।