একটি ফুলের কষ্ট আছে নষ্ট হওয়ার
অনাদরে ফুলদানিতে সাজিয়ে রাখার,
চুপসে যাওয়ার কষ্ট আছে।
বৃন্ত হতে চ্যুত হওয়ার, কষ্ট আছে
হঠাৎ কারো ফিরিয়ে দেওয়ার;
কষ্ট আছে নষ্ট হওয়ার।
কষ্ট আছে এক বিকেলে মালায় গেঁথে
অভিমানে পাশের জলে ফেলে দেওয়ার।
কষ্ট আছে পাপড়ি ভেজার
কষ্ট আছে পরাগ ভেজার
কষ্ট আছে স্রোতের টানে ভেসে যাওয়ার।
একটি ফুলের কষ্ট আছে
প্রজাপতির অবহেলায়
একলা জেগে থাকার,
কুঁড়ি হতে শেষ অবধি
ফুটতে না পারার।
২৬/০৪/০৭