কতটা সময় বয়ে গেলে
আরো কিছু সময় চাইবে?
কতটা ফুল বাসি হলে
একটা গোলাপ হাতে নিবে?
কতটা জ্যোৎস্না ছড়ালে চাঁদ
পূর্ণিমার আলোয় ভাসবে?
কতটা নদী পাড়ি দিলে
হাতখানি ধরবে?
কতটা হৃদয় উজার হলে
মনটা রাঙাবে?
কতটা আলো জ্বালালে জোনাক
একটু খুশি হবে?
কতটা সমুদ্র জল, অগণিত ঢেউ পেলে
ছুটে আসবে?
কতটা অশ্রুজল ঝর্ণা হলে
ভালোবাসবে?
১১/০৭/২০২০