কেন আকাশের মতো বদলে যাও?
কখনো নীল কখনো সাদা
এই যে দেখো আমি, রূপহীন-গন্ধহীন
শুকনো ফুলের মতো বেঁচে আছি
শতাব্দীর পর শতাব্দী যাচ্ছে চলে
একটু নড়ে উঠি বৃষ্টি জলে।

কেন অভিমানে নিজেকে আড়াল করো?
তোমার সকল অবহেলা মাথা পেতে নিয়েছি পথের ঘাসের মতো
পদদলিত হয়ে মুষড়ে পড়িনি আজো
মন না বুঝো, জীবনটা তো বুঝো।

কেন ভিজাও অশ্রুজলে?
আমার উঠোনে সারাবছর বর্ষার আনাগোনা
তুমুল বৃষ্টি হয় বছর জুড়ে
মনের গহীনে স্মৃতিরা দহনে পুড়ে।

কেন হারানোর ভয় দেখাও?
জন্ম থেকেই শূন্যতা বুকে নিয়ে বেঁচে আছি
নেই এক বিন্দু হারানোর ভয়
জন্ম থেকেই শূন্য হৃদয়।

কেন চোখ রাঙাও এভাবে?
উপরে নাড়াচাড়া আমার ভেতরে প্রাণহীন এক সত্তা
দুঃখ পেলেও অধর জুড়ে হাসি
বলতে পারি নির্ভয়ে ভালোবাসি, ভালোবাসি।