আরো কিছু কথা হোক
নীরবতার বরফ গলে
জেগে থাক ঘুমের শহর হৃদয়ের অতলে।
এই প্রেম সজীবতায় নিবিড় কাঙাল হয়ে
আরো কিছু সময় কেড়ে নিবো
যদি নীরবতা কথা বলে।

সব কথা বাসি হয়ে গেলে
নিপুণ উন্মাদনায় কারো লাজুক চোখে
উৎসুক দৃষ্টি প্রগাঢ় অভিলাষ ;
জোনাকির মতো উঠে জ্বলে।

আরো কিছু কথা হোক
নীরবতার বরফ গলে,
হয়ত কারো কিছু বলার নেই
আয়েশি বিড়ম্বনা নিয়ে সবকিছু
চলে গেছে নষ্টদের দখলে।

০৫/০৩/২৫