শ্রাবণ ঝরে গেছে ক্লান্তি নিয়ে
বিষন্ন আজ কদমের বন,
যে রাতে ফুটেছিল শিউলি
পাইনি তার দর্শন।

যেদিন আকাশ কেঁদেছিল
বৃষ্টি ধারা হয়ে,
সেদিন ছিলনা বাঁকা চাঁদ
চলে গেছ ধীরলয়ে।

যখন পৃথিবীর পথে ছিলাম
তুমি আমি দ্বৈরথে,
বিরহ মধুর ছিল তখন
শুধু দুজনাতে।

আবার দেখা হোক কিংবা না হোক
এ জীবন সমান্তরাল,
পাশাপাশি তবুও দু'জন
রয়েছি মনের আড়াল।

এ পথ হয়না শেষ
মেঘের আঁধারে ঢাকা,
বেদনার জলে ভিজে ভিজে
ছুঁলাম কষ্ট সীমারেখা।

কেউ এসেছিল কেউ চলে গেছে
কোথাও নেই কেউ,
মেনেছি জীবনের শূন্যতা
এমনই হয়।