খুব বেশি চাওয়া নেই তোমার কাছে,
অতটা আর তৃষ্ণা জাগে না হৃদয়ে।
হৃদয় পুড়লে নাকি বাতাসে গন্ধ ছড়ায় না
তবুও জেনে যায় তিলোত্তমা নগরী কিংবা
ধু-ধু বালুচর জাগা নদী।

কী অদ্ভুত!
মানুষের হৃদয়ে নাকি প্রেমের খরা
সহজেই ভুলে যায় বিমূঢ় কল্পনা
যে চোখের চাহনিতে প্রাণ নেই, চাওয়া নেই
সে চোখে প্রেম আছে?
সব অলীক ভাবনা।

না চেয়েই এক জীবন কেটে গেলো
হৃদয়ে বসন্ত আসল।
ফুলের সৌরভ সব বাসি হলো,
পুবাল হাওয়ায় ক্লান্তি মুছে
সব চাওয়ার অবসান হলো।