সবাই তো যায় -
কেউ ফিরে কেউ ফিরে না,
পিছুটান সবার থাকেনা।

সময় ফুরিয়ে যায় -
সময় তো পুরোনো হয়না,
সময়ের প্রয়োজন সবার থাকেনা।

১০/০৮/২০