দুরত্ব বেড়েছে অনেক আমাদের
যেমন আকাশ আর মাটির দুরত্ব,
তাদেরও দেখা হয়, কথা হয়।
এক মহাকাল পরেও বৃষ্টি হয়
মাটির বুকে লুটিয়ে পড়ে
সময়ের ব্যবধান সে'তো দুরত্ব নয়।
তোমার আমার যে দুরত্ব
তা কেবলি দুরত্ব।
তুমিও কথা বলো আমিও কথা বলি
জোনাকির সাথে, অন্ধকার প্রকোষ্ঠের সাথে।
তোমার আমার জীবনের প্রবাহ আছে
ছুটে চলা নদীর মতো-
জোয়ার আসে ভাটা পড়ে
মোহনা আছে, কূল আছে
শুধু নেই দেখা হবার সম্ভাবনা।
একদিন ছিলো ঝুম বৃষ্টির মতো জীবন
এক মহাকাল অপেক্ষারত আমি,
বহুদিন বৃষ্টি দেখিনা, মেঘেদের আনাগোনা দেখিনা
আমি দেখি বিরহের দগদগে ক্ষত
তোমার আমার কেবলি দুরত্ব।