আজ সারাটি বিকেল জুড়ে
স্বপ্নের ফুলঝুরি -
শুধু তুমি।

ফাগুনের প্রথম প্রহর -
ভ্রমরের কুঞ্জপুরে
দখিনা বাতায়ন।
স্নিগ্ধ আখির অপলক দৃষ্টি -
সবুজ কিশলয়ে
পাখির গুঞ্জন।

তোমা তরে করি সখি
পুষ্প মালা বিরচন-
তুমি মোর একান্ত আপন।

13-02-07