তোমায় শোনাবো বলে মনের দোতরায় সুর বেঁধেছি
ভরা পূর্ণিমার রাতে বিজন বনে হেঁটে হেঁটে।
রুপালী দিগন্ত ছুঁয়েছি
রংধনুর হাত ধরেছি,
তোমাকে দেবো বলে শাপলার বিলে শালুক কুড়িয়েছি।
হলদে পাখির পালক এনেছি
মেঘ রোদ্দুরে চৈতালীর বাতাস খোঁজেছি
তোমায় দেবো বলে।

এখনো যারা আনমনে হাঁটে নিঝুম সন্ধ্যায় -
তাদের সঙ্গী হয়েছি।
অনেক গল্পের উপাখ্যান হয়েছি-
সমাধিতে ফুল হয়েছি।
অনেক গোলাপের শুকনো সুরভী হয়ে
আজো বেঁচে আছি,
তোমায় শোনাবো বলে বর্ষার গান
শরৎ ভুলেছি, বসন্ত ভুলেছি
তবু কী যেন মনে রেখেছি।

বেলা
      বয়ে
            যায়
কত
       না
           অবেলায়।