ফুরিয়ে গেছে সাঝেঁর মায়া
পাতা ঝরার কালে,
তোমায় দেখি দুচোখ ভরে
আকাশ দেখার ছলে।।