আমি আকাশ খুঁজি মাথার উপর
আকাশ খোঁজে পাইনা,
আমি মেঘের মাঝে বৃষ্টি খুঁজি
বৃষ্টি খোঁজে পাইনা।

আমি সাদার ভেতর সাদা খুঁজি
সাদা সে-তো পাওয়া দায়,
উপর সাদা বেজায় রকম
ভেতরে তার কালিমা-ই।

তোমরা যাদের পায়ের কাছে
হাটু গেড়ে থাকো বসে,
তাদের তোমরা বলছ মানুষ
বলছ কোন বিশ্বাসে?

আমি মানুষ খুঁজি নিত্য সদা
মানুষ সে-তো বিরল,
কোথায় পাবো এমন মানুষ
দুপেয়ে দৈত্য সকল।