শুনেছিলাম আবার বসন্ত আসবে কুয়াশার পথ মাড়িয়ে
ধ্রুপদী সুখ অভিমান ভেঙে দুয়ারে দাঁড়াবে,
সময় চলে গেছে আদিম যুগের অন্ধকারে
আর__
চারিদিকে ক্রন্দন ভোরের শিশিরে।।