আকাশ হলে দেখে নিবো মাটিতেও
আড়াল হবে হাওয়া হয়ে
তবুও পাবো অনুভবে,
কোথায় আছো দূরে আর
সূর্য থেকে চন্দ্রা এনে আলো দেবে।
দেখা দাও না হয় যাবো মরে
ও বন্ধু
দেখবো তোমায় দুই চোখ ভরে,
করি নাই করি নাই আর
তোমার ভালোবাসার চেয়ে বেশী ভুল করি নাই
ফাগুন-চৈত্র চাই না শুধু বসন্ত
প্রেম-ভালোবায় ভাসবো তুমি আমি অনন্ত।