জানো কি কাল কি হবে
কে জানো ?
জানি না কোথায় দাঁড়িয়ে আছি।
সকালের সূর্য পথ দেখাবে
কৃষ্ণ আঁধার আর ভরা জ্যোৎস্নায় মাঝে
অসার পথ চলা
পথভ্রষ্ট মূর্খ শ্রমিক লোকালয়ের ছলাকলা।
সবকিছুরই শুরু ভালোবাসা থেকে হয়নি
মায়ার মেয়াদও শেষ হয় কখনো
সুফলে রক্তিম রক্ত লাল হয় সূর্যালোয় এখনো।