এই যে পথ হাঁটছি
রেখে দিয়ে পায়ের চিহ্ন
রেখে সময়য়ের বার্তা বা সংবাদ,

ধান পাতার নৃত্য- নদীর ঢেঊয়ের খেলা
মানুষ মানুষেরার যাপিত অধিকার
লোকারণ্যে ঊৎসব,
বাতাসের ভাষা লাগে মুখে
তৃনয়না ষোড়শী আয়নায়
রক্তের গন্ধ জ্বলছে প্রাণে,

বন্ধু পেলেই বন্ধু আপন হয় না
সত্য সঠিক বস্তনিষ্ঠ কথা
দলিল হয়ে ইতিহাস হাসে তারে
হাঁটায় হাঁটে হাঁটছি সূর্যের ছায়ায়।