সুপ্রচুর সম্ভবনার উৎস এ পাহাড়টা
সুরঙ্গে বিচিত্র পাখি পোকা
কীট-পতঙ্গের রাত দিন আনাগোনা।

মিশে মিশে ভেঙ্গে যায় পাহাড়ের পরত
ঊপরের আস্তরের বিকিকিনি
শূন্যে মুখোমুখি ভাব তার
হন্তারকদের বাহুবল ভূড়ি নাচে কালো মুদ্র্রায়,


আঘাতে ক্ষয়ে যাওয়া ক্ষুধার্ত পাহাড় হাত বাড়ায়
ঊপরে তুলে আকাশকে, দাঁড়িয়ে দেখছে লোকালয়
পাহাড়ের প্রাণগুলো ভাবছে বসে
মানুষের কাজ মানুষ করলেই ভালো হয়
প্রতিবেশীর বেলাজ আচার বহমান
তবু্ও দিব্যি ঘর সংসার করছে পাহাড়।