ভাঙছে নদী ভাঙছে প্রাণের বুক
প্রমত্তার আগ্রাসী থাবায় গৃহহীন
মানুষ মানুষেরার হাহাকারের সুর,
নদী কি কেবল ভাঙবেই?
প্রগতি নয় বাসিন্দারাই আনে দুর্গতি
নদীরো প্রাণ আছে থাকে মন সুখ,
দশ মিনিটে অন্ধও বুঝে
কর্তা বাবু বুঝে না এক যুগে
অথৈ জলে ভাঙা তরী
প্রকৃতি জড়িয়ে রাখে পদ্মার মুখ।