আর আমি
ঊর্বর রঙের মাঝে এক মুখ নক্ষত্র,
জেগে থাকি দয়ায়
হাওয়া বৃক্ষ বৃষ্টি জলে সূর্যের ছায়ায়
নক্ষত্র মুখ এক রহস্য মায়া।
এসো লোকারণ্যে দিবালোক নক্ষত্র ফুলে
মাটি ভেদ করে ভার ও ভরের আবাদ
জমিন চাষ করো পার করে জামিন।
ভালো লাগে খুব
পৃথিবীর নাগরিক বলে
চন্দ্রার মুখ যেন লিপিকার নাকফুল
রাখি দেখে মেখে জ্যোৎস্নালো।