অনেক প্রশ্নের উত্তর জানা নেই
প্রশ্নের ঊত্তর নিয়ে বিপদে পড়ে যাই আমি
পুষ্টিহীন প্রশ্ন শুনতে প্রস্তত নই।
বলে কথা বাংলা ভাষায় মানচিত্রের নাগরিক
বর্ণমালার বাগানে অক্ষরে বুনে যাপিত চিত্র
ভাঙতে করো নাকো প্রশ্ন তুমি যাত্রা।
বাঁধভাঙ্গা বুক, মুখ- ক্ষুধার যোগ-বিয়োগের ধারা
বৃষ্টির পর রংধনু, দেখি রাতে তারা
সবুজের মাঝে সূর্য আঁকে লাল রঙে ভরা বৃত্ত
স্বাধীন মানুষ স্বাধীন দেশে থাকবে একনিষ্ঠ।