গ্রাম বাংলা হাট ছিলো প্রাণের মেলা
এই হাটে একদিন উঠেছিলো শরৎ বাবুর মহেশ।
মহানগর এ গঞ্জের হাটে
প্রেমেন্দ্র মিত্রের মুকুন্দ ভিড়িয়েছিলো তার নাও,
মানিকের বুকের দক্ষ পদ্মা নদীর মাঝি ইলিশ
তুলেছিলো মহাজনের হাটে।
নগর গ্রামের হাটে এখনো ভাবায়
কবিতার সৈয়দ সময় আর লিপিকা সেনের
ভরা জ্যোৎস্নায় ভেজার কথা।
নরেন্দ্র মিত্রের মায়াময় রস তুলেছিলো
একদিন এই বাংলার হাটে
সেই হাট এখোন মৃত, কোথাওবা জীবন্মৃত।
এখোন মানুষের দোরগোড়ায় ফেরি হয় হাট
বাসি না টাটকা জানা নেই
ঠকবে না জিতবে, সঠিক না বেঠিক বোঝার উপায় নেই
তার কৃত্রিম হাটে আর।