কার জাগাতে বানাও ঘর
জান কি সে আপন কি পর
ও মন সরল।
ভালোবেসে সরে গেলে শর্ত কাঁদে
ধরতে গিয়ে সব হারাবে ছায়া থেকে
চোখের দৃশ্যে বৃষ্টি কেবল পথের ফাঁদে।
ঘুম পাড়ানো গান শুনিয়ে ঘুমাও রাত
আধাঁর কালোয় হাঁটতে ধরি তারি হাত
ভাঙা ঘরের ভেতর কেন করো বসবাস।