আগুনের মতোন দাউ দাউ উড়ে
মন ভাঙতে পাড়ে
ঢেউয়ে ঢেউয়ে থৈ থৈ করতো
বাতাসে ভেসে উঠে সুর,
অবহেলা আবেগে লুট হয় ভাষা
টের পাচ্ছি না কিছু
সে দিকে নজর নেই এক বিন্দু,
ভালোবাসা প্রেম মন মায়া
আলোর আয়নায় দেখি আগুন।
মন তাড়িয়ে বা ডেকে আনা যায় না
মনই মানিয়ে নেয় এখানে
তার যোগ্য হাওয়ার আঁচ পেলে
ঢেলে দেয় তার সমস্তটা
বেঁচে থাকে চেতনা।