ভোরের হাওয়ায় ভাসি ভোরের আলোয় হাসি
ভালোলাগা ভালোবাসা আর খুঁজি বন্ধুকে
লিকলিকে দূরন্ত সরল অদম্য ছেলেবেলা আমার,
ভেজতাম শ্রাবনের বৃষ্টি'য়
শীতের রৌদ্দুর তায়ে মাখতাম সূর্যের ছায়া
খালি পায়ে হাঁটা মেঠোপথে, কখনো ঘাসে ভরা জ্যোৎস্নায়।
এখনো ভেজাই বুক বৃষ্টি জলে, পোহাই শীতের রোদ
ডুব দেই ভরা জ্যোৎস্নায় ডান হাতে শৈশব কে ধরে
শৈশব বাড়ন্ত ভাষা ভুলতে বসেছে,
শুধু চোখ আর মন তার আঁকে কথা শূন্যের ভারে
একটি পাখি শিস্ দিলো আর উড়লো ডানার ভরে
দূরে পায়ের শব্দ ভাসছে ধূলো রাঙিয়ে
বাদামী অথবা কুয়াশার রঙের জানাশোনা
দেখি চারপাশে আমার শৈশবের আনাগোনা।