সাইকেল চালিয়ে যেতে যেতে চোখে পড়ে
একটি মুখ ছবির মতোন প্রকৃতির মতো স্হির,
সানগ্লাসে ডুব দেই তার
আবিষ্কারে খুঁজি ষোড়শীর মন।
শীতের মাঝবেলার জানালার ফ্রেমে
হেলপার ততোক্ষণে পুকুর বা ডোবা থেকে
ইজ্ঞিনে জল দিয়ে আবার চলল
হ্যান্ডেল মেরে বাস স্টার্ট দিয়ে।
ঝলমলে মুখটা স্হির রইল
শূন্যে, বাবরি চুল দুলছে হাওয়ায় আর
দেখি কারে, ভেতরে এক যন্ত্রণা
জানা হলো না তারে
স্বপ্ন বালিকা !