ভালোবাসি কিছু চাওয়া-পাওয়ার মাঝে
কিছু আকুলতা হারাতে,
ভালোবাসি লুকিয়ে থাকা কিছু না বলা কথাকে
বন্দী করে নিতে।
ভালোবাসি-
শত বাঁধা পেড়িয়ে একটুকো আড়াল হতে
চোখের গভীরে সমুদ্র দেখতে,
ভালোবাসি সাদামাটা ক্যানভাসে
তোমার হাসি নতুন করে রাঙ্গাতে।
ভালোবাসি এ লুকোচুরি খেলায় নিজেকে মাতাতে,
ভালোবাসি তাই ভালোবেসে যাই না বলা ভালোবাসিকে।