"ভালোবাসা যদি অমরত্ব চায়-
তবে তারে অমর হতে দাও।
কেনই তারে বারেবারে বন্দি করে নাও?
ভালোবাসা ভালো থাকুক দুজনার দূরত্বে,
ভালোবাসা অমর হোক প্রতিটি নিশ্বাসে নিশ্বাসে!"