ভালোবাসি বলবো না আর
ভালোবাসা কষ্ট দেয়,
ভালোবাসি বললে পরে
ভালোবাসা আমায় কাঁদায়।
-০-
ভালোবাসি মধুর ডাকে
ভালোবাসা রঙিন হয়,
ভালোবাসি বলি দেখেই
ভালোবাসা জেগে রয়।