বিষাদের আড়াল হতে-
যদি স্মৃতিগুলোকে হাত বাড়িয়ে ডাকি
তবে কি খুব বেশি দোষ হবে?
নাকি সে অধিকারটুকোও কেঁড়ে নেবে,
বিশাল পৃথিবীর বিস্তৃত মরুভূমি আমায় দেবে।
যদি গভীর রাতে-
কল্পনার চাদরে তোমার ছবি আঁকি
তবে কি খুব বেশি দোষ হবে?
নাকি সে অধিকারও কেঁড়ে নেবে,
নিজেকে গুটাবে পালাবে বহু দূর অনেক দূরে।
যদি...
ধুর ছাই অযথাই বকে যাই
কবিতার অলিগলি রাস্তায়,
ভুলে যাই অন্য কারো তুমি
সে তুমি আর আমার নাই।
এখন মন পোড়ে না তার
না দেখার যন্ত্রণায়,
আর চিঠি যায় না আমার
ঐ হৃদয়ের ছোট্ট আঙিনায়।
এখনতো অন্য নামের অন্য চিঠি আসে,
দিবানিশি মন শুধু তাঁরি কথা ভাবে,
এখন যে ভালোবাসা অন্য কারো কাছে।