করুণা নয়;
ভালোবাসা নিয়া মরিবার চাই।
ভালোবাসা দিবে?
আমি ভালোবাসা চাই।
সকালের স্নিগ্ধতা জড়ানো ভালোবাসা,
পাখির কলরবে মুগ্ধ করা ভালোবাসা,
দুপুরের ক্লান্ততায় পথিকের ঘরে ফিরে যাওয়ার
আকাঙ্খা জড়ানো ভালোবাসা,
বিকেলের নীরবতায় প্রেমিক প্রেমিকার-
সেই হাসি জড়ানো ভালোবাসা,
সন্ধ্যা সাঁজে সন্ধ্যা তারার-
মিটমিটিয়ে জ্বলা ভালোবাসা।
ভালোবাসা দিবে আমায়?
আমি ভালোবাসা চাই সকাল সন্ধ্যা।